আন্দোলনের খুঁটিনাটি — সব কিছু এক পেজেই!
স্ট্যাটাস: Ongoing
শুরুর সময়: April 2025
জেলা: ALL OVER BANGLADESH
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট‑সহ রাজধানী ও দেশজুড়ে নানা পলিটেকনিকের শিক্ষার্থীরা ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে। প্রায় সাত ঘণ্টার এই অবরোধে ফার্মগেট, মগবাজার, মোহাখালী, বনানীসহ আশপাশের সড়কে দীর্ঘ ট্র্যাফিক জট সৃষ্টি হয়; অনেক যাত্রী গন্তব্যে হেঁটেই যেতে বাধ্য হন। একই সময়ে কুমিল্লা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি জেলায় মহাসড়ক ও রেলপথেও অবরোধ হয়, ফলে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন ১‑৩ ঘণ্টা পর্যন্ত থমকে থাকে। শিক্ষার্থীরা জানান, ২০২৪‑এর ৯ সেপ্টেম্বর তাদের দাবি পূরণের আশ্বাস মিললেও বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আবার আন্দোলনে নেমেছেন এবং দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
বরোধ করে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
ভিযোগ তোলেন। তারা জানান, সচিবালয়ে আলোচনার জন্য ডাকা হলেও সেখানে উপদেষ্টা ও সচিবরা উপস্থিত ছিলেন না, যা তাদের সঙ্গে প্রতারণা বলে মনে করেন। এই পরিস্থিতিতে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ।
» https://www.jagonews24.com/education/news/1015458 » https://www.dhakatribune.com/bangladesh/dhaka/378940/polytechnic-students-reject-meeting-outcome-vow