আন্দোলনের খুঁটিনাটি — সব কিছু এক পেজেই!
স্ট্যাটাস: Resolved
শুরুর সময়: April 2025
জেলা: ALL OVER BANGLADESH
৭ এপ্রিল ২০২৫‑এ ঢাকা থেকে জেলা‑উপজেলায় ছড়িয়ে পড়া আন্দোলনে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেন। ঢাকার মার্কিন দূতাবাসের সামনে ট্রাফিক আটকিয়ে “ফ্রি ফিলিস্তিন” স্লোগান ওঠে; বহু বিশ্ববিদ্যালয় ও স্কুল‑কলেজে ‘ক্লাস‑পরীক্ষা বর্জন’ কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কক্সবাজারসহ নানা শহরে হাজারো মানুষ ফিলিস্তিনের পতাকা ও নেতানিয়াহুর কুশপুতুল হাতে মিছিলে যোগ দিয়ে ইসরায়েলি পণ্য বয়কট এবং গাজায় চলমান ‘গণহত্যা’ বন্ধের দাবি জানান।